এসির টন বলতে কী বুঝায়?

এসির টন বলতে কী বুঝায়?

এসির টন শব্দটি আমরা প্রায় সময় ‍শুনে থাকি বিশেষ করে যখন কোন এসি কেনার জন্য শোরুমে যাই। কিন্তু আমরা অনেকেই হয়তো এই টনের মানে জানি না। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে এসির টন সম্পর্কে জানানোর চেষ্টা করবো।

আসলে এসির টন বলতে একটি এসির মান বা সক্ষমতা পরিমাপ করে। অর্থাৎ টনের মাধ্যমে এসির ওজন বোঝায় না বরং এর সক্ষমতাকে বোঝায়। অনেকের কাছে বিষয়টি কিছুটা অযৌক্তিক বলে মনে হতে পারে। কারণ ইলেকট্রনিক পণ্যের ক্ষমতা বোঝাতে সাধারণত ওয়াট ব্যবহার করা হয়। তাহলে কিসের ভিত্তিতে টন শব্দটির ব্যবহার করা হয় তা আজকে আমরা জানবো।

আরও পড়ুনঃ রয়েল এনফিল্ড মোটরসাইকেলের যাত্রা ও ইতিহাস

এয়ার কন্ডিশনের ক্ষমতা পরিমাপ করতে এসির টন ব্যবহার বা প্রচলনের একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে। এয়ার কন্ডিশনার উদ্ভাবনের পূর্বে বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান ঠান্ডা রাখতে বরফের বড় ব্লক ব্যবহার করা হতো। আর এই বরফ তাপ শোষণ করে ও গরম বাতাসে ধীরে ধীরে গলে যায়। মূলত এই সময় থেকেই ঘর শীতল করার ক্ষমতা পরিমাপ করার একক হিসেবে টনের ব্যবহার প্রচলন হয়।

আরও পড়ুনঃ বিটকয়েন (Bitcoin) কি ও কিভাবে কাজ করে?

এই পরিমাপের মাধ্যমে এক টন বরফ সম্পূর্ণ রূপে গলতে যে পরিমাণ তাপ লাগে তা বোঝানো হতো। এই পরিমাণ বরফ গলাতে ২ লক্ষ ৮৬ হাজার বিটিইউ (ব্রিটিশ তাপীয় ইউনিট) প্রয়োজন পরে।

আসলে এই পরিমাণ বরফ কত দ্রুত গলবে তা নির্ভর করে সময়ের সঙ্গে এটি কতো পরিমান তাপ শোষণ করছে সেটির ওপর। এই হিসাবের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এয়ার কন্ডিশনার গুলোর জন্য আদর্শ সময় নির্ধারণ করা হয় ২৪ ঘণ্টা। আদর্শ অবস্থায় ২৪ ঘণ্টায় এক টন বরফ ঘলতে প্রতি ঘণ্টায় ১১ হাজার ৯১৭ বিটিইউ তাপের প্রয়োজন হয়। অর্থাৎ এক টন বরফ ২৪ ঘণ্টায় এই পরিমাণ তাপ শোষণ করে তরলে পরিণত হয়ে থাকে।

আরও পড়ুনঃ পরকাল বলে কি কিছু আছে?

এসি গুলো অনেকটা বরফের ব্লকের মতোই কাজ করে। এখানে মজার ব্যাপার হলো এসি শীতল বাতাস তৈরি করে না বরং ঘরের ভেতর থাকা তাপ গুলো বের করে দেয়। এয়ার কন্ডিশনারের ক্ষমতা বলতে বোঝায়, এটি কী পরিমাণ তাপ ঘর থেকে অপসারণ করতে পারে। ১১ হাজার ৯১৭ বিটিইউ/ঘণ্টাকে পূর্ণ ১২ হাজার বিটিইউ/ঘণ্টা ধরা হয়, অর্থাৎ এক টন এয়ার কন্ডিশনের ক্ষমতা এটি।

এয়ার কন্ডিশনার বা এসি কেনার আগে এর সক্ষমতা সম্পর্কে জানা জরুরি। এসি শক্তি ও কার্যক্ষমতা সঠিক মাপ, টুল নির্বাচন এবং ইনস্টলেশনের মতো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। বেশি টন মানে এসির কার্যক্ষমতাও বেশি। পূর্ণ কার্যক্ষমতা পেতে ঘরের মাপ অনুযায়ী এসি নির্বাচন করতে হবে।

Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top