ইমেইল মার্কেটিং কি? কিভাবে ইমেইল মার্কেটিং করবেন?

 

ইমেইল মার্কেটিং কি? কিভাবে ইমেইল মার্কেটিং করবেন?

আজকে আমরা জানার চেষ্টা করব ইমেইল মার্কেটিং কি এবং ইমেইল
মার্কেটিং কিভাবে করা হয়। বর্তমানে ইমেইল মার্কেটিংকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু
যারা এই মার্কেটিং এর
মজা পেয়ে গেছে তারা দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে ইমেইল মার্কেটিং করে যাচ্ছে।

আমরা প্রায় সময় লক্ষ করলে দেখতে পাই ইমেইলে
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ইমেইল আসে, আর এই ইমেইলের
মধ্যে বিভিন্ন পন্যের ছবি এবং ক্রয় করার জন্য একটি বাটন সেট করা থাকে, সেই বাটনে ক্লিক করলে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যায়। আর এই কাজের
মাধ্যমে ইমেইল মার্কেটিং মূলত হয়ে থাকে। যে কেউ ইমেইল
মার্কেটিং করতে পারে। এখন মূল আলোচনায় আসা যাক।

ইমেইল
মার্কেটিং কি?

ইমেইল
মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ।
ইমেইল মার্কেটিং পুরনো হলেও এটি ডিজিটাল মার্কেটিং কার্যকরী ভূমিকা
পালন করে থাকে। আরও
সহজ ভাষায় বলতে গেলে আপনারা যে সব কাস্টমার
আছে বা যারা বা
যারা আপনার পণ্য ক্রয় করতে পারে, এমন সব মানুষের কাছে
ইমেইল করে পণ্য সম্পর্কে বিভিন্ন ধারনা এবং অফার প্রদান করে।

ইমেইল মার্কেটিংকে আবার দুই ভাগে ভাগ করা য়ায়:

১. ট্রানজেকশনাল ইমেইল মার্কেটিং: পুরনো
কাস্টমারদেরকে টার্গেট করে নতুন নতুন ইমেইল মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমেইমেইল পাঠনোর প্রসেসকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রানজেকশনাল
ইমেইল মার্কেটিং

২. ডাইরেক্ট ইমেইল মার্কেটিং: এটি
মূলত নতুন পন্য বা নতন কাস্টমার
খুজে বের করার কাজে ব্যবহার করা হয়। কোন ধরনের মানুষ বা ভোক্তা আপনার
পন্যটি কিনতে আগ্রহী হবে, সে অনুযায়ী তাদের
লিষ্ট বের করে ইমেইল পাঠানো হয়।

কিভাবে ইমেইল মার্কেটিং করবেন?

আপনি চাইলেই ইমেইল মার্কেটিং করতে পারবেন না। আপনাকে অবশ্যই কিছু বিষয় জেনে, বুঝে, শিখে তারপর ইমেইল মার্কেটিং করতে হবে। তা না হলে আপনি ইমেইল মার্কেটিং সফলতা পাবেন না।

প্রথমে ইমেইল এর লিস্ট তৈরি করতে হবে। ইমেইল মার্কেটিং করতে গেলে যে বিষয়টি সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবেসেটি হচ্ছে একটি ভেরিফাইড ইমেইল লিস্ট। যদি ইমেইল লিস্ট না থাকে তাহলে ইমেইল মার্কেটিং করা যাবে না।

ইমেইল
লিস্ট কালেক্ট করার জন্য কিছু টুলস্ এর প্রয়োজন হয়যেমন: Email Extractor এছাড়াও ইমেইল
সার্চ করার জন্য একটি ফরমূলা ব্যবহার করতে হবে-Google site:
“Social site name” “Catagory” “Locatio”
“@Email.com”

উদাহরন-“linkedin”
“student” “United State” “@gmail.com”. তারপর
ইন্টার প্রেস করে Email Extractor ক্লিক করতে হবে। তারপর TXT File download করতে হবে। ইমেইল সংগ্রহ করার পর ইমেইল ভেলিডেশন
আছে কিনা তা যাচাই করতে
হবে। ইমেইল ভেলিডেশন চেক করার জন্য www.leopathee.com এই সাইটটি gmail এর মাধ্যমে লগইন করতে হবে।

তারপর
ইমেইল ভেলিডেশন চেক করে নিতে হবে। তারপর একটি তথ্য সম্পূর্ণ Landing page
creat
করতে হবে। Landing page creat কারার জন্য site.google or
weebly.com
সাইট দুটির যে কোন একটি
ব্যবহার করে তৈরি করা যাবে। 
এরপর
মূল বিষয় হলো মার্কেটিং করা ইমেইল মার্কেটিং
করার জন্য অনলাইনে বেশ কিছু সাইট রয়েছেসাইটগুলো হলো:

·        
getresponse.com

·        
FeedBurner

·        
Mailchinp

·        
Constant
contact

·        
sendpress

·        
sendinBlue

·        
Drip

·        
convertkit

·        
Aweber

·        
MailLite

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top