কীওয়ার্ড রিসার্চ (Keyword research) কিভাবে করবেন?

কীওয়ার্ড রিসার্চ (Keyword research) কিভাবে করবেন?
 কীওয়ার্ড রিসার্চ (Keyword research) কিভাবে করবেন?

ওয়েবসাইটের একটি পোস্টকে গুগলে র‌্যাংক করানোর জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে থাকে কীওয়ার্ড রিসার্চ। বর্তমানে অনলাইনে ব্লগার পেশাকে অনেকেই বেছে নিয়েছে এবং তাদের ক্যারিয়ার গঠনেও অনেক পরিবর্তন এনেছে। আর বর্তমানে অনেকের কাছে ব্লগিং হচ্ছে এক ধরনের ব্যবসায় প্লাটফর্ম।

তাছাড়া নিত্য নতুন অনেক ব্লগার তৈরি হচ্ছে বলে একই বিষয় বা নিশ নিয়ে অনেকেই লেখা-লেখি করার কারণে অগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতা তৈরি হয়েছে। যার ফলে আজকাল যেকোন বিষয়ের জন্য গুগলে সার্চ করলেই দেখা যায় প্রথম পেজে সার্চের উত্তর অনেকেই দিয়ে রেখেছে। তাই একই ধরনের প্রশ্নের বা কীওয়ার্ড নিয়ে লিখা বা পোস্ট অনেকেই প্রকাশ করার ফলে গুগল তার পছন্দ মোতাবেক বা সব থেকে সেরা বা পছন্দের SEO friendly, User friendly, High quality কনটেন্ট সার্চ পেজের প্রথমে তার সেরা ১০ রেজাল্ট এ দেখিয়ে দিয়ে থাকে।

আর বাকি সব Low quality, Poor SEO Optimization থাকা পোস্টের ওয়েবসাইট গুলোকে দ্বিতীয় এবং তার পরবর্তী পেজ গুলোতে দেখায়। যার ফলে গুগল এবং অন্য সব সার্চ ইন্জিন গুলোর প্রথম পেজে থাকা ওয়েবসাইট গুলো অনেক বেশি ফ্রি ভিজিটর্স বা ট্রাফিক পেয়ে থাকে।

সেক্ষেত্রে আপনি যদি আপনার ব্লগে বা ওয়েবসাইটে সার্চ ইন্জিন গুলো থেকে ট্রাফিক না পান, তাহলে বুঝতে হবে আপনি ভাল মানের কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল লিখতে পারছেন না বা আপনার লেখা আর্টিকেল গুলো গুগল বা অন্যান্য সার্চ ইন্জিনের কাছে SEO friendly, User friendly, High quality সম্পন্ন হচ্ছে না।

আর আপনি যদি আপনার আর্টিকেলে SEO Optimization টেকনিক ব্যবহার না করেন, তাহলে আপনার সার্চ ইন্জিন গুলো থেকে ট্রাফিক বা ভিজিটর্স পাওয়া কঠিন হয়ে পড়বে।

কিন্তু আপনি যদি ভাল মান সম্পন্ন আর্টিকেল লিখে ও SEO Optimizations করেও সার্চ বার থেকে ট্রাফিক বা ভিজিটর্স না পান, তাহলে বুঝতে হবে আপনার কীওয়ার রিসার্চ সঠিক ভাবে করা হচ্ছে না।

আপনি যদি কীওয়ার্ড রিসার্চ (keyword research) কি এবং কীওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়; তা না জেনে আর্টিকেল লিখে থাকেন, তাহলে SEO দিক দিয়ে আপনার সবচেয়ে বড় ভুল হচ্ছে। এতে করে আপনার সমস্ত পরিশ্রম ব্যর্থ হবে।

কীওয়ার্ড (Keyword) বলতে কি বুঝায়?

কীওয়ার্ড (Keyword) হলো এমন একটি বিষয়, যার মাধ্যমে গুগল বা অন্যান্য সার্চ ইন্জিন সমূহ আপনার ব্লগে বা ওয়েবসাইটে লেখা আর্টিকেলের বিষয়বস্তু জানতে বা বুঝতে সক্ষম হয়।

আমরা যখন কোন বিষয়গুগল সার্চ বারে লিখে সার্চ করি। যেমন- “কীওয়ার্ড রিসার্চ মানে কি?”,“কোন মোটরসাইকেল ভাল?” এরকম আরও অনেক প্রয়োজনীয় শব্দ বা বাক্য লিখে গুগলে সার্চ করে থাকি।

আর গুগল বা অন্যান্য সার্চ বারে ‘সার্চ’ করা শব্দ বা ‘বাক্য’ গুলোকেই কীওয়ার্ড বলা হয়। একটি কীওয়ার্ড এক বা একাধিক শব্দের কোন বাক্যও হতে পারে। যেমন- ‘অনলাইনে আয়’ এবং ‘অনলাইনে ইনকাম করুন ঘরে বসে’ এখানে দুটোই কীওয়ার্ড। তবে দুটি শব্দের বেশি কীওয়ার্ড গুলোকে কী ফ্রেইজ (Key phrase) বলা হয়ে থাকে।

আরো সহজ ভাবে বলতে গেলে, আপনি Google Search, Bing Search, Yahoo Search বারে যা লিখে সার্চ করে থাকেন সেই শব্দ বা বাক্য হলো এক একটি কীওয়ার্ড।

তাহলে বুঝতেই পারছেন কীওয়ার্ড বিষয়টি কি। আর যদি জানতে চান আমার এই পোস্টের কীওয়ার্ড গুলো কি, তাহলে আমি বলবো আমার কীওয়ার্ড গুলো হলো:- “কীওয়ার্ড রিসার্চ কি? keyword কি, What is keyword, SEO, কীওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন”। মূলত এইসব কীওয়ার্ড গুলোকে টার্গেট করে আমরা পোস্ট বা আর্টিকেলটি সাজিয়েছি।

আমার টার্গেট করা কীওয়ার্ড (Keyword) দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে তারা অবশ্যই আমার ওয়েবসাইটকে বা পোস্টকে গুগলের সার্চ রেজাল্টে দেখতে পাবেন।

লোকেরা গুগলের সার্চ বারে কোন ধরনের কীওয়ার্ড লিখে বেশি সার্চ করে এবং আপনার লেখা পোস্টে কোন keywords টার্গেট কার হয়েছে, এই দুটি কীওয়ার্ড (Keyword) এর মধ্যে মিল রাখতে পারলেই আপনি সার্চ ইন্জিন থেকে অধিক পরিমান ট্রাফিক বা ভিজিটর্স  নিয়ে আসতে পারবেন।

এখন আপনার মনে আগ্রহ তৈরি হতে পারে গুগলে কোন কীওয়ার্ড (Keyword) লিখে বেশি সার্চ করছে তা কিভাবে বুঝবেন? এটি বুঝার জন্য আপনাকে অবশ্যই ‘Keyword research’ করতে হবে।

কীওয়ার্ড রিসার্চ (Keyword research) কি?

কীওয়ার্ড রিসার্চ (Keyword research) মূলত SEO (Search Engine Optimization) এর একটি গুরুত্বপূর্ণ অংশ। যখানে জনপ্রিয় এবং সার্চ ইন্জিন গুলিতে প্রচুর সার্চ হওয়া কীওয়ার্ড (Keyword) এবং key phrase গুলোকে খুঁজে পেতে সাহায্য করে থাকে।

যেকোন আর্টিকেল Search engine এর জন্য Optimize কারার প্রথম ধাপ হচ্ছে Keyword research। যার ফলে আপনি ভাল এবং অধিক পরিমাণে গুগলে সার্চ হওয়া Keyword (কীওয়ার্ড) খুঁজে পাবেন।

আর এই কীওয়ার্ড গুলোকে টাগের্ট করে আর্টিকেল লিখে আপনার ব্লগে বা ওয়েবসাইটে অনেক ফ্রি ভিজিটর্স নিয়ে আসতে পারবেন।

কীওয়ার্ড রিসার্চ (Keyword research) কেন গুরুত্বপূর্ণ?

একটি আটিকেল পাবলিশ করার ক্ষেত্রে কীওয়ার্ড রিসার্চ (Keyword research) অতিব গুরুত্বপূর্ণ। এছাড়াও মূলত দুটি কারনে কীওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রথম কারণ হলো- সবচেয়ে লাভজনক এবং গুগল বা অন্যান্য সার্চ বারে অধিক পরিমানে সার্চেবর কীওয়ার্ড (keyword) গুলো খুঁজে পাওয়ার জন্য।

দ্বিতীয় কারণ হলো- আপনি যে বিষয় নিয়ে আর্টিকেল লিখতে চাচ্ছেন সেটি গুগল বা অন্যান্য সার্চ বারে কতবার সার্চ হচ্ছে বা আপনার লিখা কীওয়ার্ড-Keyword ভিজিটর্সরা সার্চ করছে কিনা। তাছাড়া আপনার লিখা কীওয়ার্ডের সিপিসি কত ইত্যাদি বিষয়ে আপনি পূর্ণাঙ্গ একটি ধারনা পাবেন। এর জন্য কনটেন্ট বা আর্টিকের যারা লিখে থাকেন তারা কীওয়ার্ড রিসার্চ (Keyword research) বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

আপনি যে কীওয়ার্ড-Keyword টার্গেট করে আর্টিকেল লিখছেন তা যদি মাসে ১০০ জন ভিজিটর্সও সার্চ না করে থাকে তাহলে আপনার সেই লো-ভ্যালু কীওয়ার্ড লিখার কোন দাম থাকবে না। তবে প্রথম অবস্থায় অনেক বেশি ট্রাফিক বা ভিজিটর্স সম্পন্ন কীওয়ার্ড-Keyword নিয়ে আর্টিকেল লিখার চেয়ে কম পরিমানে ভিজিটর্স সম্পন্ন কীওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখা ভাল। যখন অভিজ্ঞতা বেশি হয়ে যাবে তখনই High value কীওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখা শুরু করবেন। এটি আমার ব্যক্তিগত মতামত। কেনান অনেক ভিজিটর্স সম্পন্ন কীওয়ার্ড-Keyword গুলোর প্রতিযোগিতাও তুলনামূলক ভাবে কম হয়ে থাকে।

আবার প্রায় সময় দেখা যায় অনেক ভাল ভাল মান সম্মত কনটেন্ট লেখার পরও ব্লগ বা ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর্স পান না। এর প্রধান কারণ হলো “কীওয়াড রিসার্চ” না করে আর্টিকেল লিখা।

কীওয়ার্ড রিসার্চ (Keyword research) কিভাবে করবেন?   

কীওয়ার্ড রিসার্চ করার নিয়ম পর্যায়ক্রমে ধাপে ধাপে আলোচনা করা হলো। কারণ বর্তমান সময়ে একটি আর্টিকেল লেখার জন্য জন্য প্রথমেই Keyword research করাটা অনেক জরুরী।

একটি আর্টিকেল র‌্যাংক করে মূলত অনেকটাই কীওয়ার্ড রিসার্চ (Keyword research) এর উপর। আর এটি একটি SEO Optimization এর অংশ বিশেষ। আবার আপনি যদি ভাল মানের আর্টিকেল লিখেন এবং SEO Optimization করার পরও আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর্স না পান, তাহলে বুঝতে হবে আপনার টার্গেট করা কীওয়ার্ডটি গুগল সার্চ ভলিয়ম অনেক কম বা নেই বললেই  চলে।

যতবেশি পরিমাণে আপনার টার্গেট করা কীওয়ার্ড-Keyword গুগল সার্চে সার্চ করা হবে, মাসে ৩০০ এর অধিক, আপনার সাইটে ততবেশি ট্রাফিক বা ভিজিটর্স আসার সম্ভাবনা থাকবে।

আপনার ব্লগিং ক্যারিয়ারকে দ্রুত সফল করার জন্য অধিক জনপ্রিয় এবং বেশি ট্রাফিক বা সার্চ ভলিয়ম কীওয়ার্ড টার্গেট করে আর্টিকেল লিখা প্রয়োজন। আর সকল লাভজনক কীওয়ার্ড শুধুমাত্র Keyword research করেই বের করা সম্ভব।

বিভিন্ন সার্চ ইন্জিনের দ্বারা সার্চ করার মাধ্যমে লাভজনক, জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ভিজিটর্স সম্পন্ন সার্চ হওয়া কীওয়ার্ড খুঁজে পেতে আমরা বিভিন্ন ধরনের Keyword research tools ব্যবহার করে থাকি। বতমানে অনলাইনে অনেক ভাল ভাল Keyword research tools এর ব্যবহার আমরা দেখতে পাই। যার বেশির ভাগ টুলস্ হলো পেইড টুলস্। যার ফলে অনেক টাকা খরচ হয়। অনলাইনে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী কিছু পেইড টুলস্ গুলো হচ্ছে-

  • ahrefs.com
  • keyword Tool
  • kwfinder

মূলত এই তিনটি সাইট হলো সবচেয়ে জনপ্রিয় ও সেরা Keyword research tools। যেগুলো অধিকাংশ ব্লগার বা ওয়েবসাইট ব্যবহারকারী ব্যবহার করে থাকে। আপনিও চাইলে টাকার বিনিময়ে এই তিনটি টুলস্ ব্যবাহার করতে পারেন। আবার কিছু ফ্রি Keyword research tools রয়েছে; যেগুলো আপনি কোন প্রকার টাকা না দিয়ে ফ্রীতে কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

১. Google Keyword Planner- এই টুলসটি ব্যবহার করে আপনিও আপনার আর্টিকেলের জন্য সবচাইতে বেশি সার্চ হওয়া এবং সিপিসি সম্পন্ন ভাল ভাল কীওয়ার্ড খুঁজে পাবেন। Google Keyword Planner এর সার্চ বক্সে একটি কীওয়ার্ড সার্চ করতেই আপনাকে রেজাল্টে শব্দ বা বাক্যটি গুগলে মাসে কতবার সার্চ করা হয় এবং কীওয়ার্ডের প্রতিযোগীতা কেমন তা দেখানো হবে। এই টুলস্ দিয়ে আপনি বাংলা, ইংরেজি, হিন্দি সহ গুগল সাপোটিং সকল ভাষা গুলোর কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

এই টুলসটি ব্যবহার করে আপনি যে কোন দেশের লোকেশন এবং ভাষা সিলেক্ট করে Keyword research করে আর্টিকেল লিখতে পারবেন। এছাড়াও আপনি আপনার সার্চ করা কীওয়ার্ডের সাথে আরো কিছু অন্যান্য Keyword এর রেজাল্ট দেখতে পাবেন এবং আর্টিকেল লেখার জন্য লাভজনক Keyword আইডিয়াও এখানে পাবেন। এটি একটি গুগলের ফ্রি Google Keyword Planner Tools সার্ভিস। এটি ব্যবহার করার জন্য আপনার একটি Google Accounts থাকতে হবে।

২. Ubersuggest Tool– এটিও Google Keyword Planner Tools ব্যবহার করার মতই আরেকটি Keyword research করার ফ্রি টুলস্। এছাড়াও SEO difficulty score এর মাধ্যমে কীওয়ার্ড ব্যবহার করে ট্রাফিক পাওয়া সহজ বিষয় গুলোও জানতে পারবেন।

এখানে SEO difficulty score যতটাই কম হবে (২০ থেকে কম হলে ভাল), সেই কীওয়ার্ড এর মাধ্যমে গুগলে আর্টিকেল র‌্যাংক করানো অনেকটাই সহজ হবে। যেকোনো Keyword কত সহজে গুগলে র‌্যাংক করানো যাবে সেটাও জানতে পারবেন SEO difficulty score এর দ্বারা।

৩. Keyword Tool- ইংরেজি ও বাংলা Keyword research করার আরেকটি ফ্রি এবং লাভ জনক টুলস্ হলো “Keyword tools”। এটি আসল কীওয়ার্ডের পাশাপাশি related keyword খুঁজে দিবে। আপনি আপনার টার্গেট করা কীওয়ার্ড এবং রিলেটেড কীওয়ার্ড ব্যবহার করে আর্টিকেল লিখতে পারবেন।

৪. Google Auto Suggest- গুগল সার্চে যখন আমরা কোন কীওয়ার্ড বা শব্দ লিখি তখন গুগল আমাদেরকে সেই Keyword এর সাথে জড়িত অন্যান্য রিলেটেড কীওয়ার্ড বা keyword phrases এর রেজাল্ট দিয়ে থাকে।

Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে

৩০০ ওয়ার্ডের মধ্যে কীওয়ার্ড কতবার লেখা যেতে পারে?

৩০০ ওয়ার্ডের মধ্যে কীওয়ার্ড কতবার লেখা যেতে পারে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার লেখা আটিকেলের উপর। আপনি যদি চান তা হলে ভিন্ন ভিন্ন প্যারা করে  প্রতিটি প্যারাতেই আপনার আর্টিকেলের Keyword ব্যবহার করতে পারবেন।

আর যদি আপনি প্রতি প্যারায় কীওয়ার্ড ব্যবহার না করেন তাহলে আপনি মাঝে মধ্যে আপনার কীওয়ার্ড এবং রিলেটেড কীওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবেন।

মনে রাখবেন, আপনি আপনার আর্টিকেলে অতিরিক্ত কীওয়ার্ড ব্যবহার করবেন না। করলে গুগল স্প্যাম ধরবে। তবে খুব বেশিও না আবার খুব কমও না মাঝামাঝি কীওয়ার্ড ও রিলেটেড কীওয়ার্ড ব্যবহার করুন।

এখানে, ৩০০ ওয়ার্ডের মধ্যে কীওয়ার্ড ও রিলেটেড কীওয়ার্ড ৫-৬ টি ব্যবহার করুন। আর ফোকাস কীওয়ার্ড ২-৩ টি ব্যবহার করবেন

১০০০ ওয়ার্ডের মধ্যে কীওয়ার্ড কতবার লেখা যেতে পারে?

১০০০ ওয়ার্ডের আর্টিকেলের মধ্যে ৯-১০ বার কীওয়ার্ড ও রিলেটেড কীওয়ার্ড ব্যবহার করতে পারেন। আর ফোকাস কীওয়ার্ড ৪-৫ বার ব্যবহার করতে পারেন। অর্থাৎ যে কোন ১০০০ ওয়ার্ডের আর্টিকেলে আপনি ৫-৬ বার ফোকাস কীওয়ার্ড ব্যবহার করতে পারেন । তবে এর চেয়ে অতিরিক্ত বা কম করা ঠিক হবে না।

About The Author

1 thought on “কীওয়ার্ড রিসার্চ (Keyword research) কিভাবে করবেন?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top