ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং শব্দ দুটির সাথে আমরা কমবেশি অনেকেই পরিচিত। কিন্তু ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বলতে কি বুঝায় তা আমরা অনেকেই জানি না। আজ আমরা জানবো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এই শব্দ দুটি একই কাজে ব্যবহার হয় নাকি পৃথক কাজে ব্যবহার হয়। আমরা মূলত জানি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং একই জিনিস।আসল কথা বলতে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং শব্দ দুটি একই মার্কেট প্লেসে ব্যবহার করা হয়। তবে এই দুটি শব্দ পৃথক পৃথক কাজে ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ ব্লগের মাধ্যমে অনলাইনে কিভাবে টাকা আয় করবেন?
যখন কোন কোম্পানি তার কাজের জন্য বাহির থেকে কোন জনবল নিয়োগ করে থাকে তখন এটিকে আউটসোর্সিং বুঝায়। আরও সহজ ভাবে বলতে গেলে নিজের কোন কাজ অন্য কোন মাধ্যম দিয়ে করিয়ে নেওয়াকে বুঝায়। অপর দিকে ফ্রিল্যান্সিং মূলত স্বাধীন ভাবে কাজ করাকে বুঝায়। আমরা মূলত অফিসে 9.00 টু 5.00 টা পর্যন্ত কাজ করতে হয়। কিন্তু এখানে কোন সময় নির্ধারন করা থাকে না, নিজের ইচ্ছামত কাজ করার সুযোগ থাকে। যখন কোন কোম্পানি আউটসোর্সিং হিসেবে কোন কাজের জন্য বিজ্ঞপ্তি দেয়, তখন যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলে।
পরিশেষে বলতে পারি আমরা যেহেতু অনলাইনে অর্থ উপার্জন করব, সেহেতু ফ্রিল্যান্সিং করাটাই আমাদের জন্য শ্রেয়।
Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে