বর্তমানে প্রতিটি মানুষের তথ্য প্রযুক্তির প্রভাব অনেক বেশি। যার ফলে প্রত্যেক মানুষের তথ্য প্রযুক্তির জ্ঞান থাকা আবশ্যক। কিন্তু এই তথ্য প্রযুক্তির সকল বিষয়ে জ্ঞান রাখা প্রতিটি মানুষের একার পক্ষে অনেক ব্যয় বহুল ও কষ্টসাধ্য বিষয়। তাই একজন মানুষের পক্ষে যে কোন একটি বিষয়ে দক্ষতা অজর্ন করা থাকলেও অন্য একটি বিষয়ে অদক্ষ্য রয়ে যায়। বর্তমান ডিজিটাল যুগে ডাটা এন্ট্রির উপর দক্ষ্যতা ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে, কারন ডাটা বা তথ্য হচ্ছে একটি ব্যবসার অন্যতম চালিকা শক্তি। যার কাছে যতবেশি ডাটা বা তথ্য, সে ততো বেশি ব্যবসায়িক ভাবে সফল। যদি এক কথায় বলতে হয়, ডাটার মাধ্যমে কাস্টমারের পছন্দ, রুচি, সমস্যা সম্পর্কে জানা যায় এবং একটি ব্যবসায় সেই অনুসারে তার প্রোডাক্ট তৈরি করতে পারে, মার্কেটিং বা প্রচার করতে পারে। আর এ কারনেই ছোট থেকে বড় কোম্পানি ডাটা সংগ্রহ এবং বিশ্লেষনের মাধ্যমে তাদের কৌশল গুলো সাজাতে পারে।
ডাটা এন্ট্রি মূলত এন্ট্রি লেভেলের জব হলেও যাদের মেধা ও সৃজনশীল জ্ঞান রয়েছে তারা এখানে ভাল করার সুযোগ পাচ্ছে। আর যেহেতু এ কাজে দক্ষতা অর্জনের জন্য বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, তাই বাংলাদেশের মতো জায়গায় থেকেও ভালোভাবে ডাটা এন্ট্রির উপর ক্যারিয়ার গড়া যায়। আমাদের নিকটবর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান ডাটা এন্ট্রি কাজে সমগ্র বিশ্বে ভালো অবস্থান দখল করে আছে। তাই আপনিও শহর কিংবা গ্রাম যেখানেই হোক না কেন খুব সহজে ডাটা এন্ট্রিতে ক্যারিয়ার গড়তে পারবেন।
ডাটা এন্ট্রি কি?
কম্পিউটারে বিশেষ সফটওয়্যারের সাহয্যে কীবোর্ড কিংবা ভয়েসের মাধ্যমে তথ্য ইনপুট দেওয়ার কৌশলই হচ্ছে ডাটা এন্ট্রি। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক ধরনের ডাটা এন্ট্রি করা হয়। যেমন-টাইপিং, ফর্ম ফিলআপ, অনলাইন সার্ভে, কপি পেস্ট,ক্যাপশন তৈরি, ডাটা এডিটিং, ফরমেটিং, কারেকশন, ডাটা আপডেটিং, ওয়েবপেইজ ডাটা এন্ট্রি, ক্যাপচা এন্ট্রি ইত্যাদি। সব মিলে আমাদের বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট প্রকারের ডাটা এন্ট্রির কাজ রয়েছে যা ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করা যায়।
ডাটা এন্ট্রির কাজ বর্তমানে কি পরিমান চাহিদা রয়েছে?
ফ্রিল্যান্সিং এর উপর ক্যারিয়ার তৈরি করার স্বপ্ন সবারই থাকে কিন্তু ক্যারিয়ার শুরু করার আগে ডাটা এন্ট্রি দিয়ে শুরু করতে হয়। তাই সবারই প্রশ্ন থাকে যে ডাটা এন্ট্রির চাহিদা জব মার্কেটে আছে কিনা বা ভবিষ্যতে থাকবে কিনা? আসলে ডিজিটালের যুঘে এই রকম চিন্তা অনেকেই করছেন। ডাটা এন্ট্রি কাজ বর্তমানে কি পরিমান চাহিদা রয়েছে তা জানার আগে চলুন আমরা জেনে আসি ডাটা এন্ট্রি করে টাকা আয় করার সাইট সম্পর্কে। ডাটা এন্ট্রি করে টাকা আয় করতে চাইলে আপনাকে অবশ্যই অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেকোন কাজ করতে ঘেলে আমাদেরকে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে হয়। ডাটা এন্ট্রি যেহেতু একটি ফ্রিল্যান্সিং কাজ, তাই আমাদেরকে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে হবে। নিম্নে কিছু অনলাইন মার্কেটপ্লেসের তালিকা উল্লেখ করছি। মূলত এসব অনলাইন মার্কেটপ্লেস থেকে আপনি ডাটা এন্ট্রির কাজ করে অর্থ আয় করতে পারবেন।
- আপওয়র্ক (Upwork)
- ফাইভার (Fiverr)
- ফ্রিল্যান্সার (Freelancer)
- রেভ (Rev)
- পিপল পার আওয়ার (Peopleperhour)
- ফ্লেক্সজবস (Flexjobs)
- ক্লিক ওয়ার্কার (Clickworker)
- মেগাটাইপারস (MegaTypers)
- স্ক্রিবি (Scribie)
উপরোক্ত অনলাইন মার্কেটপ্লেস গুলো থেকে আপনি ডাটা এন্ট্রির কাজ করে টাকা আয় করতে পারবেন। ডাটা এন্ট্রি কিংবা যেকোন সেক্টরে কাজ করে ইনকাম করতে চাইলে আপনি উপরোক্ত তালিকার সাইটগুলোতে আপনারপ্রোফাইল তৈরি করে গিগ খুলে কাজ করতে পাবেন। মূলত এইসব সাইটগুলোতে ফ্রিল্যান্সিং এর জন্য সবথেকে জনপ্রিয় মার্কেটপ্লেস। আর যখন আপনি এইসকল মার্কেটপ্লেস গুলোতে ভিজিট করবেন এবং ডাটা এন্ট্রির জব সার্চ করবেন তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে ডাটা এন্ট্রির কাজের চাহিদা কতটুকু।
ডাটা এন্ট্রির কাজ করে কত টাকা আয় করা যায় এই বিষয়ে কিছু না কিছু প্রশ্ন করে থাকেন। অবশ্য এই প্রশ্ন কিছু মানুষের না এটা আমাদের সবারই প্রশ্ন। তাই এই প্রশ্ন এখন জাতীয় প্রশ্ন হয়ে গেছে।
ডাটা এন্ট্রি কাজ করে কত টাকা আয় করা যায় এটি মূলত সঠিকভাবে বলা সম্ভব না। কারন আপনি যদি এই কাজে দক্ষ হতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে লক্ষাধিক টাকা আয় করতে পারবেন প্রতিমাসে। আবার আপনি চাইলে ডাটা এন্ট্রির কাজ শিখে যেকোন চাকরিতে যোগদান করতে পারবেন। ডাটা এন্ট্রি কি তা তো এতক্ষণে জেনে গেছেন। আপনি যদি কম্পিউটার ব্যবহার করে অনেক দ্রুত টাইপিং এবং বিভিন্ন তথ্য ও উপাত্ত সংরক্ষণ করতে পারেন, তবে যেকোন চাকরিতে যোগদানের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। বর্তমানে অনেক কোম্পানি কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়ে থাকে। আপনি যদি চান তাহলে এইসব কোম্পানিতে জয়েন করে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন।
পরিশেষে, আজকে এই পোস্টে আমরা ডাটা এন্ট্রি করে কত টাকা আয় করা য়ায় এ বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও, অনেকেই ডাটা এন্ট্রি সম্পর্কে তেমন কিছু জানেন না। আশা করি এই পোস্ট থেকে আপনি ডাটা এন্ট্রি কি এবং কত টাাক আয় করা যায় এ সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরও তথ্যবহুল জানার জন্য আমাদের সাইটটিতে নিয়মিত ভিজিট করুন।