আয়কর রিটার্ন কি? আয়কর রিটার্ন দাখিল কাদের করতে হবে?
রিটার্ন কি :
আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উল্লেখ করার মাধ্যম হচ্ছে রিটার্ন। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তির করদাতার রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী, বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অবস্থিত সকল প্রকার সম্পদের বিবরণী ও দায়ের বিবরণী এবং ক্ষেত্রমত, জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে।
রিটার্নের প্রকারভেদ:
আগে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রির্টান দাখিলের জন্য দু’টি পদ্ধতি প্রচলিত ছিলো।
১.সাধারণ পদ্ধতি
২. সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি।
বর্তমানে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের জন্য স্বনির্ধারণী পদ্ধতি রয়েছে। বর্তমানে অন্য কোন ভাবে রিটার্ন দাখিলের সুযোগ নেই।
রিটার্ন দাখিল কাদের করতে হবে:
রিটার্ন দাখিল কাদের করতে হবে তাদেরকে দুই ভাগে চিহ্নিত করা হয়।
১.যাদের করযোগ্য আয় রয়েছে।
২.যাদেরকে আবশ্যিক ভাবে রিটার্ন দাখিল করতে হবে।
করযোগ্য আয়ের ভিত্তিতে যাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে। তারা হলো-
১.কোন স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে ৩৫০,০০০ টাকার বেশি হয়
২.মহিলা বা ৬৫ বছর বা তার উপরে বয়সের করদাতার আয় যদি ৪০০,০০০ টাকার বেশি হয়
৩.তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী স্বাভাবিক করদাতার আয় যদি ৪৭৫,০০০ টাকার বেশি হয়
৪.যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি ৫০০,০০০ টাকার বেশি হয়
যাদেরকে আবশ্যিক ভাবে রিটার্ন দাখিল করতে হবে, তারা হলো-
১.করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে
২.ফার্মের অংশীদার হলে
৩.কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী হলে
৪.গণকর্মচারী হলে
৫.কোন ব্যবসায় বা পেশায় যেকোন নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে
৬.করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, 20 লক্ষ টাকার লোন গ্রহণে
৭.আমদানি বা রপ্তানি নিবন্ধন সনদ নেওয়া বা বহাল রাখতে
৮.সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তির জন্য ও নবায়নের জন্য
৯.সমবায় সমিতি নিবন্ধন প্রাপ্তিতে
১০.সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে বা লাইসেন্স প্রাপ্তিতে ও নবায়ন করতে
১১.সিটি কর্পোরেশন বা পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষ টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা নিবন্ধন করতে
১২.ক্রেডিট কার্ড প্রাপ্তিতে বা বহাল রাখতে
১৩.চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী,স্থপতি বা সার্ভেয়ার হিসাবে সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তিতে ও বহাল রাখতে
১৪.Muslim Marriage and Divorces (Registration) Act 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 (2012 সনের 40 নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিষ্ট্রারহিসাবে লাইসেন্স বা ক্ষেত্রমত, নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে বহাল রাখতে
১৫.ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ছাড়পত্র পাপ্তি ও নবায়নে
১৬.যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ পাপ্তি এবং বহাল রাখতে
১৭.লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কর্গো, কোস্টার, র্কাগো ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি বা বহাল রাখতে
১৮.পরিবেশ অধিদপ্তর বা জেলা কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে
১৯.সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু ভর্তিতে
২০.সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে
২১.আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি জন্য
২২.আমদানি/রপ্তানির উদ্দেশ্যে এলসি খোলায়
২৩.পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র হিসাব খোলায়
২৪.পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইত্যাদি বিষয়াদি