লিড জেনারেশন করার পদ্ধতি এবং এটি করে মাসে কত টাকা আয় করা যায়?

লিড জেনারেশন করার পদ্ধতি এবং এটি করে মাসে কত টাকা আয় করা যায়?
 

লিড জেনারেশন (Lead Generation): 

লিড জেনারেশন বলতে কোন একটি তথ্য কোম্পানির চাহিদা অনুযায়ী সংগ্রহ করাকে বুঝায়। মূলত এটি একটি তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া। অর্থাৎ কোন সার্ভিস বা প্রোডাক্ট প্রোারমাশন বা বিক্রি করার উদ্দেশ্যে টার্গেট কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করা। এই তথ্য গুলো মূলত হয়ে থাকে কোম্পানি/ব্যক্তির নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেইল ও ঠিকানা ইত্যাদি। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের ইমেইল এর স্প্যাম বক্সে অনেক অপরিচিত ইমেইল আসে। আপনি মনে করে দেখুন যে আপনি কখনো রেজিষ্টেশন/সাবস্ক্রাইব করেছেন কিনা। না করে থাকলে এই সব ইমেইল কোথায় থেকে আসলো। মূলত এই সব ইমেইল আসার কারন কেউ আপনার ডেটা অর্থের বিনিময়ে তাদেরকে দিয়েছে।

লিড জেনারেশন (Lead Generation) করার পদ্ধতি:

আপনি ইন্টরনেটের মাধ্যমে খুব সহজে লিড জেনারেশন করতে পারবেন। যেহেতু লিড জেনারেশন তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া তাই কিছু নিয়ম বা পদ্ধতি অনুসরন করে লিড জেনারেশন করতে হয়। এই পদ্ধতি গুলো জানা থাকলে আপনি খুব সহজে লিড জেনারেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবেন। 

গুগল সার্চ- গুগল সার্চ ইন্জিন হলো লিড জেনারেশন প্রথম ধাপ। কারন লিড জেনারেশনের যে সব তথ্য আপনাকে সংগ্রহ করতে হবে তার বেশির ভাগ তথ্য আপনি Google Search এ পাবেন। এই সব তথ্য বের করতে হলে আবার কিছু সার্চ টেকনিক/টুলস্ ব্যবহার করার প্রয়োজন হয়। আর তা না করলে আপনার তথ্য সংগ্রহ করতে অনেক সময়সাপেক্ষ হতে পারে।

Yelp নামে একটি সার্চ ইন্জিন আছে যা আপনাকে প্লাম্বার, রেষ্টুরেন্ট, হোম সার্ভিস ইত্যাদি প্রতিষ্ঠান বা পারসনকে খুজে বের করার কাজে ব্যবহার করা হয়। এ রকম আরও অনেক টুলস্ আছে যা লিড জেনারেশন (Lead Generation) করার কাজকে আরও সহজ করে দিয়েছে। যেমন: Airbnd, Zillow, LinkedIn, Sales Navigator, LinkedIn Email Finder-PIPI LEADS Extension, Email Drop, Name 2 Email, Dalanyze Insider, Email Matcher, Around Deal, Clearbit Connect- মূলত এগুলো এক একটি টুলস্ হিসেবে ব্যবহার করা হয় লিড জেনারেশনের কাজে। এগুলো ফ্রিতে ব্যবহার করা যায়।

আবার কোন কোম্পানি বা ক্লাইন্ট এর YouTube Channel এর ইমেইল আইডি প্রয়োজন সেক্ষেত্রে যে টুলস্ টি লাগবে সেটি হলো- socialblade.com। এই socialblade.com সার্চে কোন ইমেইল যদি না পাওয়া যায় তাহলে আমাদের Email Extractor Tools ব্যবহার করতে হবে। যেহেতু Email Extractor একটি Email Extension Tools তাই এটিকে Google Chrome এ add করে নিতে হবে।

এখন আরও একটি উদাহরণে আসা যাক-I need some one to research on google on other site to collect ২০০ Lawyer from New York। এখানে তথ্য সংগ্রহ করতে হবে- ১. Business Name ২. Address ৩. Website ৪. Phone Number ৫. Email ৬. Category এ ধরনের ডেটা এন্ট্রি করার ক্ষেত্রে আরও একটি টুলস্ ব্যবহার করে এ সকল তথ্য সংগ্রহ করা যায়, সে ক্ষেত্রে প্রথমে Google Search এ গিয়ে সার্চ করতে হবে Instant Data Scraper নামে। এটি মূলত Extension Tools তাই এটিও Google Chrome এ add করে নিতে হবে।

আবার কোন ওয়েবসাইটের নামে ডেটা এন্ট্রি করতে হলে Web Scraper tools টি ব্যবহার করতে হবে। এটিও Extension Tools তাই এটি Google Chrome এ add করে নিতে হবে।

কোন রেষ্টুরেন্টের ডেটা কালেক্ট করতে হলে www.yellowpages.com এ যেতে হবে।
ধরুন ১০০ টি Kids YouTube Channel Information লাগবে- সাথে ১.YouTube Channel Name ২. Number of Subscribers ৩. Channels Total Views ৪. Channel Location ৫. Email। এই তথ্য গুলো সংগ্রহ করার ক্ষেত্রে youtubekids.com এ গিয়ে Channel গুলোর নাম লিতে হবে তারপর YouTube.com থেকে তথ্য সংগ্রহ করতে হবে। এখানেও কিছু টুলস্ লাগবে- socialblade, Teitch, Twitter, Instagram থেকে অনেক তথ্য পাওয়া যাবে।

লিড জেনারেশন (Lead Generation) করে মাসে কত টাকা আয় করা যায়:

আমরা প্রথমেই আলোচনা করেছি যে জব মার্কেটে লিড জেনারেশন এর ব্যপক চাহিদা রয়েছে। কোন কোম্পানি বা প্রোডাক্টকে প্রমোট করার ক্ষেত্রে লিড জেনারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বিভিন্ন মার্কেট প্লেস-যেমন Upwork, fiverr, freelancer ও people per hour গুলোতে যদি দেখি প্রচুর কাজ রয়েছে। আর এসব কাজ করে অনেক ডলার আয় করা যায়। এছাড়া ব্যক্তিগত ভাবে কাজ করেও অর্থ আয় করা যায়। আপনি চাইলেই এসব মার্কেট প্লেস থেকে প্রতিমাসে 100 থেকে 1000 ডলার আয় করতে পারেন।

 লিড জেনারেশন (Lead Generation) করার কিছু সুবিধা:
  • লিড জেনারেশন (Lead Generation) কাজের কোন ধরা বাঁধা কোন নিয়ম নেই। চাহিদা অনুযায়ী লিড খুজে পেলেই হলো। সুতরাং স্বাধীনভাবে নিজের ইচ্ছামত কাজ করা যায়।
  • এই কাজটি শেখার জন্য তেমন কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না বলে যে কেউ চাইলে শিক্ষতে পারে।
  • ঘরে বসে মাস শেষে মোটামোটি ভাল অর্থ আয় করা যায়।
  • এই কাজ শিখে নেওয়ার পর নিজের সার্ভিস/অ্যাফিলিয়েট সেল প্রজেক্ট তৈরি করে দ্রুত এগিয়ে নেওয়া যায়।
  • বিভিন্ন তথ্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ টেকনিক্যাল এসইও গুরুত্ব

লিড জেনারেশন (Lead Generation) এর ‍আরও কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কিছু কথা:

লিড জেনারেশন (Lead Generation) এর শুরুর দিকে আমরা কিছু টুলস্ নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্যায়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টুলস্ সম্পর্কে জানার চেষ্টা করবো।

Skrapp.io:

এটি মূলত একটি এক্সটেনশন যা কিনা গুগল ক্রোমে এ্যাড করে নিতে হয়। এখান থেকে প্রতি মাসে ১৫০ টি ইমেইল খুঁজে দিতে সাহায্য করবে এবং আপনাকে জানিয়ে দিবে খুঁজে পাওয়া ইমেইল কত % ভেরিফাইড।

Hunter:

এটি মূলত একটি ওয়েবসাইট। এই সাইটটি আপনাকে অডিয়েন্সের ইমেইল বের করে দিতে সাহায্য করবে। এ সাইটটিতে আপনি প্রতি মাসে ৫০ টি ইমেইল বের করার সুযোগ পাবেন। যদি কেউ বাড়তি সুবিধা চান তাহলে আপনাকে তাদের পেকেজ গুলো কিনে নিতে হবে।

LeadLeapsr:

ধারা যাক আপনার বায়ার আপনাকে LinkedIn প্রোফাইল থেকে ফোন নাম্বার ও ইমেইল আইডি খুঁজে বের করতে বললো- এক্ষেত্রে আমরা উপরের LeadLeapsr এক্সটেনশনটি ব্যবহার করতে পারি। এটি ব্যবহারের ফলে আমরা খুব সহজেই চাহিদা অনুযায়ী লিড সংগ্রহ করতে পারি।

পরিশেষে আমরা বলতে পারি যে, ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করার ক্ষেত্রে লিড জেনারেশন (Lead Generation) হলো প্রথম ধাপে, যেটা থেকে একজন ফ্রিল্যান্সার তা কাংক্ষিত লক্ষে পৌছায়। আশা করি আপনার ফ্রিল্যান্সিং যাত্রাকে শতভাগ কার্যকর করে তুলতে সাহায্য করবে এই  জেনারেশন (Lead Generation)।

Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top