Nofollow এবং Dofollow আসলে কি?

Nofollow এবং Dofollow আসলে কি?
 Nofollow এবং Dofollow আসলে কি?

আমরা যখনই কোন ওয়েবসাইটে ব্যাকলিংক যুক্ত করা নিয়ে কথা বলি বা কথা বলতে গেলেই সর্বপ্রথম Nofollow এবং Dofollow লিংক বিষয়টি চলে আসে। মূলত এটি হচ্ছে যে কোন ধরনের লিংকের দুটি আলাদা Attributions, যার মাধ্যমে সার্চ ইঞ্জিন বট বা Crawler গুলোকে ব্লগ/ওয়েবসাইটের লিংক সম্পর্কে দুটি আলাদা কমান্ড দেয়া হয়ে থাকে। এই দুই ধরনের লিংক সার্চ ইঞ্জিনের নিকট সম্পূর্ণ ভিন্ন দুই অর্থ বহন করে থাকে।

যদিও বিষয়টি খুবই সহজ কিন্তু সম্পূর্ণ বিষয়টি বুঝার পর এটি ব্যাকলিংক তৈরি করতে অনেক সাহায্য করবে। যদিও ইতিপূর্বে আমরা ব্যাকলিংক কি বা ব্যাকলিংকের গুরুত্ব এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ব্যাক লিংক কতটা অবদান রাখে তা নিয়ে একটি বিস্তারিত পোস্ট শেয়ার করেছি।

Nofollow এবং Dofollow লিংক সম্পর্কে জানার পূর্বে একটি বিষয় পরিষ্কারভাবে বলে রাখি যে, আপনারা ব্লগ বা ওয়েবসাইটে Nofollow বা Dofollow যে ধরনের লিংক থাকুক না কেন সেটি ভিজিটরের কাছে আলাদা কোন অর্থ প্রকাশ করে না। ভিজিটরদের Nofollow দিয়ে যা বুঝানো হবে Dofollow দিয়েও তাই বুঝানো হবে। এক কথায় ভিজিটরের কাছে Nofollow এবং Dofollow লিংকের কোন পার্থক্য নেই।

Nofollow লিংক কি?

Nofollow লিংক নিয়ে তেমন কিছু বলার প্রয়োজন নেই। এক কথায় সহজভাবে বলতে গেলে Nofollow লিংক এর মাধ্যমে সার্চ ইঞ্জিনকে ঐ ধরনের লিংকটিকে অনুসরণ না করার জন্য কমান্ড করা হয়ে থাকে। অর্থাৎ সার্চ ইঞ্জিন বট বা Crawler যখন একটি ব্লগ Crawl করে তখন ঐ ব্লগের কোথাও যদি দিয়ে যা বুঝানো হবে Dofollow দিয়েও তাই বুঝানো হবে। এক কথায় ভিজিটরের কাছে Nofollow এবং Dofollow লিংকের কোন পার্থক্য নেই।

যদি Nofollow লিংক দেখতে পায় তাহলে সার্চ ইঞ্জিন বট এ ধরনের লিংকে ভিজিট না করে বাইপাস করে চলে যাবে।

তাই সে ক্ষেত্রে আমরা ব্লগে যতই Nofollow লিংক তৈরি করেন না কেন সেটি সার্চ ইঞ্জিনের কাছে কোন গুরুত্ব বহন করতে পারে না। বিশেষ করে Google কখনও Nofollow লিংকে কোন ব্যাকলিংক হিসেবে গণ্য করে না।

Dofollow লিংক কি?

Nofollow লিংক এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে Dofollow লিংক। সার্চ ইঞ্জিন বট বা Crawler যখন একটি ব্লগ সার্চ Crawl করে তখন ঐ ব্লগের কোথাও যদি Dofollow লিংক দেখতে পায় তখন সার্চ ইঞ্জিন বট যে ধরনের লিংক Throw করে ঐ লিংকের পেজটিতে চলে যায়। সাথে সাথে যে পোস্টের সাথে লিংক করা ছিল ঐ পোস্টটি থেকে Value সাথে করে নিয়ে যায়। এ ধরনের লিংককে সকল ধরনের সার্চ ইঞ্জিন ব্যাকলিংক হিসেবে ধরে নেয়। আর সার্চ ইঞ্জিনের কাছে Dofollow Back Links এর অনেক মূল্য রয়েছে এ কথা সবাই জানি।

Dofollow Links এর সুবিধা কি?

পূর্বের আলোচনা থেকে আমরা জেনে ছিলাম Nofollow লিংক সার্চ ইঞ্জিনের কাছে কোন গুরুত্ব বহন করে না। তাই আপনি যদি বিভিন্ন Dofollow ব্লগের সাথে আপনার ব্লগটি লিংক করে Dofollow Links তৈরি করতে পারেন তাহলে ঐ ব্লগ গুলো থেকে আপনার ব্লগে কিছুটা হলেও মূল্য বহন করে নিয়ে আসতে পারবে। Dofollow Links এর সুবিধা সম্পর্কে বলতে গিয়ে একটি উদাহরণ পেশ করছি, এতে করে খুব সহজে পরিষ্কার ধারনা পাবেন।

মনে করি, আপনার ব্লগে পূর্বের ৫ টি Index করা পোস্ট রয়েছে। আপনি আজ পুনরায় নতুন একটি পোস্ট করলেন। সে ক্ষেত্রে সার্চ ইঞ্জিন আপনার নতুন পোস্টটি Index করতে ১/২ দিন সময় নেবে। এ ক্ষেত্রে সার্চ ইঞ্জিন বট এই ২ দিনের ভীতরে যখন পুরাতন পোস্টগুলোতে পুনরায় ভিজিট করবে তখন যদি ঐ পুরাতন পোস্টটিতে আপনার নতুন পোস্টটির Dofollow Links দেখতে পায় তাহলে সাথে সাথে লিংকটি Index করে নেবে। এটা সার্চ ইঞ্জিনের ভাষায় Internal Dofollow Link বলা হয়ে থাকে। ঠিক একই ভাবে আপনি যদি অন্য কোন ব্লগের সাথে আপনার নতুন পোস্টগুলির Dofollow Link তৈরি করতে পারেন তাহলে সার্চ ইঞ্জিন অল্প সময়ে আপনার নতুন পোস্টগুলো Index করে নিতে পারে।

Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে

Nofollow এবং Dofollow লিংক পরিচিতি:

আপনার ব্লগের জন্য Dofollow লিংক তৈরি করার জন্য আপনাকে অবশ্যই Dofollow লিংকের ব্লগ কোনটি সেটি চিনে নেওয়া জানতে হবে। অনেকেই Nofollow এবং Dofollow লিংক সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে তাদের ব্লগের জন্য ব্যাকলিংক তৈরি করতে পারে না।

সাধারণত Nofollow লিংকের Attribution হয় এই রকম। যেমন-

<a rel=”nofollow”href=”https://cheese.example.com/Appenzeller_cheese”>Appenzeller</a> 

আপনি যখন কোন লিংকের সাথে উপরের লাল কালারে rel=”nofollow” রেখাটি দেখতে পাবেন তখন বুঝতে পারবেন এই লিংকটি Nofollow। অন্যদিকে কোন লিংকের সাথে যখন কোন Attribution থাকবে না তখন বুঝবেন সেটি হচ্ছে Dofollow লিংক। আপনি যদি কোন লিংক Nofollow করতে চান তাহলে লিংকের শেষে rel=”nofollow” অংশটি যোগ করে দিলেই হয়ে যাবে।

Dofollow কমেন্টের ব্লগ তৈরি:

সাধারণত ডিফল্টভাবে ব্লগার টেমপ্লেটের Comment Section টি Nofollow এবং পোস্ট সেকশনসহ বাকী সকল অংশ Dofollow অবস্থায় থাকে। সেই জন্য কোন ব্লগে কমেন্ট করলেই ব্যাক লিংক পাওয়া যায় না। আপনি যদি ব্লগের কমেন্ট সেকশনটি Dofollow করতে চান তাহলে নিচের নিয়মটি অনুসরণ করতে হবে।

  • প্রথমে ব্লগে Login করুন।
  • তারপর ব্লগার ড্যাশবোর্ড হতে Template > Edit Html এ ক্লিক করুন।
  • এরপর কিবোর্ডের Ctrl+F চেপে নিচের লিখাটি সার্চ করুন।

<a expr:href=’data:comment.authorUrl’rel=’nofollow’><data:comment.author/></a>

  • এখানে উপরের লাল চিহ্নিত nofollow এর জায়গায় dofollow লিখে দিলেই হবে অথবা উপরের সম্পূর্ণ লিখা লাইনটি মুছে দিলেই কমেন্ট সেকশনটি Dofollow হয়ে যাবে।

Nofollow এবং Dofollow ব্লগ চেনার সহজ উপায়:

Nofollow এবং Dofollow ব্লগ চেনার জন্য অনলাইনে অনেক ধরনের টুলস রয়েছে। তাদের মধ্যে সহজ একটি NoFollow Extensions। এই NoFollow Extensions টি ওয়েব ব্রাউজারে যুক্ত করে সহজে যে কোন Nofollow এবং Dofollow ব্লগ চিনতে পারবেন।

  • প্রথমে এই লিংক থেকে NoFollow Extensions টি Google Chrome ব্রাউজারে যুক্ত করুন।
  • তারপর যে কোন একটি লিংক আপনার ব্রাউজারে ব্রাউজ করুন।
  • তারপর NoFollow Extension টি Enable করুন।
  • এরপর How to use এই লিংকটিতে ক্লিক করুন।

আশাকরি উপরের সম্পূর্ণ বিষয়টি থেকে Nofollow এবং Dofollow লিংক/ব্লগ সম্পর্কে পরিষ্কার ধারনা নিতে পেরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top