Pi Network কি?

Pi Network কি

Pi Network কি?

Pi Network হচ্ছে ক্রিপ্টকারেন্সি এর সমতুল্য। যা আপনি বিট কয়েন/ইথিরাম ইত্যাদি হিসেবে জানেন। আর Pi Network এর আরেকটি নাম হচ্ছে Pioneer Coin।

স্মার্টফোনে ক্রিপ্টকারেন্সি মাইনিং করা আগে অসম্ভব ছিল কিন্তু Pi Network চালু হওয়ার পর থেকে পুরো কন্সেপ্টাই বদলে গেছে। একমাত্র পাই নেটওয়ার্ক দ্বারাই সম্ভব স্মার্টফোনে ক্রিপ্টকারেন্সি মাইনিং করা, যা কিনা এটি ফ্রী মাইনিং অ্যাপ স্মার্টফোনের জন্য।

পাই নেটওয়ার্ক হচ্ছে একটি নতুন ক্রিপ্টকারেন্সি যা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পি.এইচ.ডি ডিগ্রি ধারী কিছু শিক্ষার্থীরা মিলে উদ্ভাবন করেছে। এই নতুন ক্রিপ্টকারেন্সি বিশ্বে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি আপনাকে ধনীও করতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, যার সাফল্য তার গ্রাহকদের সম্মিলিত আবেদনের উপর নির্ভর করে।

ক্রিপ্টকারেন্সি গুলোর মত এটিও ডিজিটাল অর্থের নতুন রূপ যা সরকার বা ব্যাংক গুলোর পরিবর্তে নির্দিষ্ট একটি গ্রুপ দ্বারা নিয়ন্ত্রণ, রক্ষণ ও সুরক্ষিত থাকে। এই ক্রিপ্টকারেন্সি সুরক্ষিত এবং এর নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে আপনিও Pi মাইনিং করতে পারেন।

আরও পড়ুনঃ জনপ্রিয় কিছু অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ।

বর্তমান ব্যবহারকারীরা ইতিমধ্যে তাদের বন্ধু এবং পরিবারের মধ্যে এর প্রসার ঘটাচ্ছে। যার কারণে খুব অল্প সময়ে এটি বিশ্বে ১ কোটিরও বেশি ব্যবহারকারী সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এর আরেকটির কারণ হচ্ছে বেশিরভাগ ক্রিপ্টকারেন্সি গুলো বিটকয়েনের মতো প্রতিদিন মানুষের ব্যবহার এবং অ্যাক্সেসের জন্য কঠিন। আর Pi Network একদম হাতের মুঠোয়।

Pi Network কোন ধরনের ক্রিপ্টকারেন্সি?

পাই নেটওয়ার্ক কে বর্তমানে ক্রিপ্টকারেন্সি হিসেবে আমরা ধরে থাকি। বর্তমানে এই ক্রিপ্টকারেন্সির মূল্য নির্ধারণ করা হয়নি। তবে অবশ্যই এর মূল্য নির্ধারণ করা হবে খুব শিগ্রই। কারণ বিটকয়েন যখন বাজারে আসে তখন এরও কোনো মূল্য ছিল না। আর যখন বিটকয়েন বাজারজাত শুরু করে তার মূল্য কত হয়েছিল তা আমরা কম বেশি সবাই জানি।

আর যেহেতু পাই নেটওয়ার্ক এর কোন মূল্য নেই তার মানে এরও এখনো মার্কেটিং শুরু হয়নি। যখন মার্কেটিং শুরু হয়ে যাবে সবাই আশা করচ্ছে এর মূল্যও বিটকয়েনের মতই মূল্য হবে।

আরও পড়ুনঃ জনপ্রিয় কিছু মুভি ডাউনলোড করার ওয়েবসাইট ২০২৪

Pi Network কখন কাজে লাগবে?

Pi Network আমাদের ভবিষতেৎ অবশ্যই কাজে আসবে তাই এখন আমাদের উচিৎ পাই নেটওয়ার্ক বর্তমানে জমিয়ে রাখা। পাই নেটওয়ার্ক আমাদের কখন কাজে লাগবে তা খুব শিগ্রই জানানো হবে। কারণ Pi Network এখনও মার্কেটে আসেনি। যেমনটি বিটকয়েনের বেলাতেও হয়েছে। আর যখন মার্কেটে আসে, তখন এর মূল্য যা হয়েছিল তা আমরা সকলেই জানি।

আর ভবিষতেৎ যখন পাই নেটওয়ার্ক মার্কেটিং হবে তখন হয়তো আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। মূল কথা আপনি কোটিপতি হয়ে যাবেন। যা আপনি কল্পনা করতে পারবেন না।

আরও পড়ুনঃ NFC কি? NFC কিভাবে কাজ করে?

Pi Network থেকে ইনকাম করার উপায়:

১. প্রথমে প্লে ষ্টোর থেকে Pi Network নামে সার্চ করে ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক পেতে এখানে ক্লিক করুন। এটি কাজ করার জন্য নেটওয়ার্ক প্রয়োজন আর এই নেটওয়ার্ক বৃদ্ধির জন্য এখানে দেওয়া Referral link এ ক্লিক করুন: minepi.com/farhansadik2668

২. তারপর ওপেন করুন। এতে আপনি দুইটি অপশন দেখতে পাবেন। একটি Continue with Facebook আরেকটি Continue with phone number, অপশন দুইটির যেকোন একটি সিলেক্ট করুন।

৩. Signup হয়ে গেলে মাইনিং শুরু করুন।

তবে বলে রাখা ভাল Pi Network বর্তমানে মার্কেটিং শুরু হয়নি যার ফলে এর মূল্য নির্ধারণও হয়নি। তাই এখন এর কাজ শুরু করে জমিয়ে রাখুন। খুব শিগ্রই এর কার্যক্রম শুরু হবে, তখন এর মূল্য বিটকয়েনকেও ছাড়িয়ে যাবে।

পরিশেষে বলা যায় Pi Network থেকে ইনকাম করার জন্য এখন যা প্রয়োজন তা হলো ধর্যশক্তি। আর যদি ধর্যশক্তি না থাকে তাহলে আপনি পাই নেটওয়ার্ক থেকে কখনো কোটিপতি হতে পারবেন না।

Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top