![]() |
ওয়েবসাইট (Website) কি? ইন্টারনেটে কত ধরণের ওয়েবসাইট রয়েছে? |
বর্তমানে আমরা সকলেই ইন্টারনেট ব্যবহার করে থাকি, তাই আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে ওয়েবসাইট (Website) কি এবং ওয়েবসাইট কত প্রকার ও কি কি?
তাই আজকে আমরা এই পোস্টির মাধ্যমে জানার চেষ্টা করব যে, Website কি? এবং ওয়েবসাইট কত প্রকার ও কি কি? তাছাড়া এই বিষয় নিয়ে আরও অনেক ধরণের তথ্য আপনারা এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন।
বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই স্মার্টফোন, লেপটপ বা ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করে থাকি। তাই আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারে বিভিন্ন কাজের সাথে সাথে ইন্টারনেট ব্যবহার করে থাকি। আর এই ইন্টারনেটের ব্যবহার বেশির ভাগ সময় ব্যয় করা হয় অনলাইনে বিভিন্ন ধরণের তথ্য খোঁজার জন্য। অনেক ক্ষেত্রে অনলাইন ফটো এডিটিং, আনলাইন গেম খেলা, আনলাইন গান শোনা, ডাইনলোড করা এবং আরও অনেক ধরণের কাজ আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। এবং ইন্টারনেটে মাধ্যমে এই ধরণের অনলাইন কাজ করার জন্য আমাদের আলাদা আলাদা রকমের ওয়েবসাইট ব্যবহার করতে হয়। তাছাড়া আমাদের খোঁজা তথ্যের সমাধান বা উত্তর গুলো সার্চ ইঞ্জিন রেজাল্ট সমাধান দিয়ে থাকে। আর সেই প্রত্যেকটি সমাধান আলাদা আলাদা ওয়েবসাইটের সাথে জড়িত। তাই ইন্টারনেট প্রসঙ্গে বলতে গেলেই অনলাইন বিভিন্ন ধরণের ওয়েবসাইট এর কথা চলে আসে।
তাই প্রকৃত পক্ষে ওয়েবসাইট (Website) কাকে বলে এবং ওয়েবসাইট এর প্রকারভেদ গুলো কি কি সে সকল বিষয় গুলো সম্পর্কে জানা থাকা আমাদের দরকার।
ওয়েবসাইট কি? (What is Website)?
সহজ ভাবে বলতে গেলে একটি ওয়েবসাইট (Website) ইন্টারনেটে প্রকাশ্যে (Publicly) সহজলভ্য (Available) অনেক গুলো Web page এর একটি মিশ্রণ। প্রত্যেকটি ওয়েব পেজে কিছু না কিছু তথ্য বা কনটেন্ট থাকে।
তাই, একটি ওয়েবসাইট মূলত তৈরি হয় এক থেকে অধিক Web page এর সমন্বয়ে। অর্থাৎ, ওয়েবসাইট এমন একটি জায়গা যেখানে অনেক Web page এক সাথে রাখা হয়।
উদাহরণ স্বরূপ, আপনি যে আমার এই পোস্টটি “ওয়েবসাইট কি” পড়ছেন এটাও কিন্তু একটি ওয়েব পেজ। আর এই ওয়েব পেজটি আমার ব্লগ ওয়েবসাইট “https://www.infoitbd.com/” এর একটি অংশ। এবং আমার ব্লগ ওয়েবসাইটে লিখা প্রত্যেকটি আলাদা আলাদা আর্টিকেল নিজেরাই স্বতন্ত্রভাবে এক একটি ওয়েব পেজ।
যেকোনো ওয়েবসাইটের প্রথম পেজ বা পাতা যাকে আমরা Home page বলি সেটা একটি ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজ।
আর ওয়েবসাইটের হোমপেজ থেকে Hyperlink এর মাধমে বা Hyperlink গুলো ক্লিক করে ওয়েবসাইটের ভেতরে থাকা অন্যান্য ওয়েব পেজ গুলোতে আমরা প্রবেশ করতে পারি। তবে ওয়েবসাইটের যেকোনো অন্য ওয়েবপেজে যাওয়ার জন্য এই ধরণের Hyperlink হোমপেজ ছাড়াও প্রায় সব ওয়েবপেজ গুলোতে আপনারা দেখতে পাবেন।
আপনারা আমার ব্লগে আর্টিকেল পড়ার সময় বিভিন্ন অন্য অন্য আর্টিকেল পোস্টের লিংকে ক্লিক অবশ্যই করেন। এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা ওয়েবসাইটের বিভিন্ন আলাদা আলাদা ওয়েবপেজ গুলোতে চলে যেতে পারি। আশা করি ওয়েবসাইট কি এ বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তবে আমার এই আর্টিকেলে অনেক বার উল্লেখ করা ওয়েবপেজ শব্দটি সম্পর্কে বলা হয়নি। তাই ওয়েবপেজ আসলে কি সে সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেই।
ওয়েবপেজ কি (What is Web page)?
যে কোনো ওয়েবসাইটের প্রত্যেকটি Single page কে বলা হয় এক একটি ওয়েবপেজ। যেমন, যখন আপনারা আমার ব্লগের কোন আর্টিকেল পড়েন তখন আপনারা যে Single page খুলে রাখেন সেটিকে ওয়েবপেজ বুঝায়।
ওয়েবপেজ হলো এমন একটি Document যেটা HTML (Hyper Text Markup Language) এর মাধ্যমে কোডিং করে লিখা বা তৈরি করা হয়। প্রত্যেকটি ওয়েবপেজ একটি ওয়েবসাইটের অংশ যেটাকে ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে খোলা হয়ে থাকে।আর যেকোনো ওয়েবপেজে প্রবেশ করার জন্য সেই ওয়েবপেজের নির্দিষ্ট URL address আমাদের মোবাইল বা কম্পিউটরের ওয়েব ব্রাউজারে লিখে সার্চ করতে হয়।
তাছাড়া অন্যান্য ওয়েবসাইটের ভিতরে থাকা বিভিন্ন Hyper Link, Image Link এবং Text Link গুলিতে ক্লিক করেও আমরা আলাদা আলাদা ওয়েবপেজ গুলোতে চলে যেতে পারি। একটি ওয়েবপেজে অনেক রকমের তথ্য যেমন Text, Graphics, Video এবং Hyper Link থাকতে পারে।
ওয়েবপেজ কত প্রকার ও কি কি?
ওয়েবপেজ দুই প্রকারের হয়ে থাকে।
- Static web page
- Dynamic web page
Static web page:
একটি Static web page কে Flat বা Stationary web page বলেও বলা হয়। এই ওয়েবপেজ user এর browser ঠিক একই ভাবে রোড হয় যেভাবে তাকে Web server এ রাখা হয়েছে। মূলত এই ধরণের ওয়েবপেজ কেবল কিছু স্থির তথ্য (Static Information) দেওয়ার জন্য তৈরি করা হয়।
Static web page গুলো কেবল HTML ব্যবহার করে তৈরি করা হয়। এই ধরণের ওয়েবপেজ কেবল তখনই তৈরি করা হয় যখন পেজের যেকোনো তথ্য ভবিষ্যতে পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না।
Dynamic web page:
এই ধরণের ওয়েবপেজ আলাদা আলাদা সময় কালে আলাদা আলাদা তথ্য দেখাতে পারে। অর্থাৎ এই Dynamic ওয়েবপেজ গুলোতে কনটেন্ট সব সময় বদলাতে থাকে।
উদাহরণ স্বরূপ- আপনি এবং আমি দুজনেই Facebook লগইন করার পর আমাদের দুজনেরই Facebook এর Home page এ যে সকল কনটেন্ট থাকবে সম্পূর্ণই আলাদা আলাদা থাকবে। তাই এখানে ওয়েবপেজ একটাই, তবে আমাদের দুজনের ক্ষেত্রে কনটেন্ট আলাদা।
Dynamic web page গুলো এক ধরণের Application দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যাকে বলা হয় Server Processing Server Side Script।
Website কিভাবে কাজ করে?
আমাদের যেমন থাকার জন্য বাড়ি প্রয়োজন ঠিক সেভাবেই একটি Website ইন্টারনেটে অনলাইন সক্রিয় থাকার জন্য একটি Web Server এর প্রয়েজন।
Web Server এ ওয়েবসাইটির সম্পূর্ণ ফাইল, ডেটা এবং কনটেন্ট এক সাথেই রাখা হয়। আমরা যখন আমাদের কম্পিউটার বা মোবাইলের Web Browser যেমন- Google Chrome, Opera Mini, Microsoft Edge বা অন্যান্য ব্রাউজার গুলোতে যে কোনো Domain Name লিখে সার্চ করি তখন ইন্টারনেট সংযোগের সাহায্যে সেই ডোমেইন নামের সাথে জড়িত Web Server বা ওয়েবসাইটের সম্পূর্ণ ডেটা বা ফাইল আমরা Web Browser এ দেখতে পাই।
কারণ একটি ওয়েবসাইটের ডোমেইন নাম সরাসরি ওয়েবসাইটের সার্ভারের সাথে সংযুক্ত হয়ে থাকে। তাই যেকোনো ওয়েবসাইটের ডোমেইন নাম এবং একটি ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের কনটেন্ট নিজের কম্পিউটার বা মোবাইলে দেখতে পাই।
বর্তমানে Technology, CSS এবং JavaScript গুলোর ব্যবহারের ফলে আমাদের ওয়েবসাইট অনেক আকর্ষণীয় এবং আধুনিক ভাবে লোকদের কাছে প্রকাশ পায়।
ওয়েবসাইটের সাথে জড়িত কিছু বিষয় ও শব্দ:
নিচে ওয়েবসাইটের সাথে জড়িত কিছু বিষয় ও শব্দ নিয়ে কিছু তথ্য প্রদান করা হল।
Home Page: যে কোনো ওয়েবসাইটের প্রথম পেজ বা মুখ্য পেজটিকে বলা হয় Home Page। যেকোনো ওয়েবসাইটের Domain URL address টাইপ করার পর যেই প্রথম পেজ ওপেন হবে সেটাই Home Page।
Domain Name/URL address: এটি ওয়েবসাইটের নাম হয়ে থাকে। একটি ওয়েবসাইট Web Browser এ লোড করিয়ে দেখার জন্য একটি Domain Name এর প্রয়োজন। Domain Name আসলে ওয়েবসাইটের Web server এর সাথে সংযুক্ত থাকে। এর ফলে Domain Name যেকোনো Web server এ টাইপ করলে আমরা সেই ডোসেইনের সাথে সংযুক্ত ফাইল, ডেটা বা কনটেন্ট গুলো দেখতে পাই।
Web Server: যেকোনো ওয়েবসাইটের একটি Web Server থাকতেই হবে। Web Server এমন একটি প্রোগ্রাম যেটাতে একটি ওয়েবসাইটের ফাইল, ডেটা বা কনটেন্ট থাকে। HTTP (Hypertext Transfer Protocol) এর মাধ্যমে Web Server তার মধ্যে থাকা ফাইল গুলো Web page এর রূপে ব্যবহারকারীদের প্রদান করে।
ওয়েবসাইট কত প্রকার ও কি কি
আমরা প্রায় প্রত্যেক দিন কিছু না কিছু তথ্য সংগ্রহ করার জন্য ইন্টারনেট এবং ওয়েবসাইট ব্যবহার করে থাকি। বর্তমানে ইন্টারনেটে কেবল Blog website বা Search engine website অনেক জনপ্রিয়। কিন্তু এগুলোর বাইরেও অনেক প্রকারের ওয়েবসাইট ইন্টরনেটে রয়েছে এবং প্রায় প্রত্যেক দিন আমরা এগুলো ব্যবহার করছি।
Search Engine Website:
Search Engine Website গুলো ব্যবহার করা হয় মূলত ইন্টারনেট কোনো তথ্য খোঁজার জন্য। যেভাবে আপনারা আমার এই আর্টিকেল পড়ার আগেই গুগল সার্চ করেছিলেন যে ওয়েবসাইট মানে কি। তারপর হয়তো গুগলি এই ওয়েবসাইটের পরামর্শ দিয়েছে।
এই ধরনের Search Engine Website প্রতিদিন প্রায় ১ বিলিয়ন এর বেশি মানুষ ব্যবহার করে থাকে। যেমন- Google search, Yahoo এবং Bing search engine।
পৃথিবীতে যেকোনো জিনিসের ব্যাপারে যেকোনো তথ্য সার্চ করার জন্য আমরা এই ধরণের সার্চ ইঞ্জিন ওয়েবসাইট ব্যবহার করে থাকি। আর এগুলোর Google search সব থেকে বেশি জনপ্রিয়।
Blog Website:
বর্তমানে Blog Website গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এই ধরণের ওয়েবসাইটে কেবল কনটেন্ট এবং প্রয়োজনীয় তথ্য থাকে। যেমন- Text, Image, Video এবং Graphic।
উদাহরণ স্বরূপ- আমার এই ওয়েবসাইটটি হলো একটি Personal blog website।
একটি Personal blog website যে কেউ খুব সহজে Blogger.com সাইট থেকে তৈরি করতে পারে। এবং নিজের পছন্দ মত যে কোনো বিষয় যেমন- Internet, Technology, Blogging, Education বা অন্য যেকোনো বিষয় নিয়ে তথ্য নিজের ব্লগে পাবলিশ করতে পারে।
Image Gallery Websites:
আপনারা অনেকেই ইন্টারনেটে অনেক সময় ছবি বা ওয়ালপেপার সার্চ করে দেখেছেন। তাহলে হয়তো অনেক ধরণের ছবি বা ওয়াল পেপারের ওয়েবসাইট আপনাদের চোখে পড়েছে। আর এই ধরণের ওয়েবসাইট গুলোকে মূলত কোনো তথ্য থাকে না। এই ধরণের ওয়েবসাইট গুলোকে আবার Image Gallery Sites বা Stock Image ওয়েবসাইটও বলা হয়। যেমন- pixabey, unsplash এবং pexels।
Social Networking Websites:
এ ধরণের Social Networking Websites সবাই ব্যবহার করে থাকে অনলাইনে একজন আরেক জনের সাথে যোগাযোগ করার জন্য এবং দেশ বিদেশের নতুন নতুন মানুষের সাথে অনলাইনে বন্ধুত্ব করার জন্য। তবে এ ধরণের Social Networking Websites সবার পক্ষে তৈরি করা সম্ভব না। যেমন- Facebook, Twitter, Instagram ইত্যাদি।
Online Shopping Websites:
বর্তমানে Online Shopping Websites গুলো বহু গুনে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে সারা বিশ্বে Pandemic situation ঘটে যাওয়ার পর থেকে বহু গুনে জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই ওয়েবসাইটের কাজ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে মানুষের চাহিদা মত পন্য বিক্রি করা। জনপ্রিয় কিছু ওয়েবসাইট গুলো হলো: amazon.com, flipkart.com, amazon.in, snapdeal.com ইত্যাদি।
Online Directory Websites:
একটি Online Directory Websites হলো এমন একটি ওয়েবসাইট যেখানে অনেক ধরণের ওয়েবসাইটের তালিকা বা সূচি করা থাকে। মূলত এই সকল ওয়েবসাইট গুলো ব্যাকলিংক প্রফাইল তৈরি করার জন্য ব্যবহার হয়ে থাকে।
Question Answer Forums:
এ ধরণের ওয়েবসাইট গুলো ব্যবহার করা হয় একটি অনলাইন প্রশ্ন-উত্তর এর মাধ্যম হিসেবে। অর্থাৎ এ ধরণের ওয়েবসাইটে একজন আরেক জনের সাথে Text Message এর মাধ্যমে কথা বলতে পারেন, যেকোনো বিষয় নিয়ে তাদের পরামর্শ, রায় বা সমাধান দিতে পারেন। যেমন- Quora এবং Yahoo answers।
Company Websites:
এ ধরণের ওয়েবসাইট মূলত যেকোনো কোম্পানির বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকে। এই ওয়েবসাইট গুলো মূলত ১০ পেজের মধ্যেই তৈরি করা হয়ে থাকে। কারণ বেশির ভাগ ওয়েবসাইট গুলোতে দেখা যায় Home Page, About Us, Contact Us, Privacy & Policy, Service এবং এই ধরণের কিছু তথ্য পাবেন।
আশা করি আমার এই পোস্টটির মাধ্যমে ওয়েবসাইট ও ওয়েবসাইট কত প্রকার সে বিষয়ে বিস্তারিত ধারণা আপনাদেরকে দিতে পেরেছি।
Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে