বর্তমানে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ গুলোতে Windows 11 Active করা নিয়ে অনেক দুশচিন্তা করে থাকি। কারণ আমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রীনে Windows Not Active কথাটি লিখা থাকার পাশাপাশি নানা ধরণের সমস্যার সম্মূখীন হতে হয়।
তাই আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করবো Windows 11 Active করার সবচেয়ে সহজ উপায় কি তা নিয়ে বিস্তারিত আলোচনা।
Windows 11 Active করার সঠিক নিয়ম:
আমরা প্রায় সময় বাজার থেকে নকল সফ্টোয়্যার কিনে থাকি আমাদের শখের পিসি বা ল্যাপটপ এর জন্য, তখন আমাদের Windows Active করার প্রয়োজন হয়। তাই নিচে Windows 11 Active করার সঠিক নিয়ম সম্পর্কে উল্লেখ করা হলো।
প্রথম ধাপ:
- সর্বপ্রথম আমাদের কিবোর্ড থেকে Windows বান্টনে বা কম্পিউটরের Start Button এ ক্লিক করতে হবে।
- তারপর টাইপ করতে হবে CMD এবং Enter press করতে হবে। তারপর উপর থেকে Run as administrator এ গিয়ে Click করুন।
- তারপর CMD ওপেন হওয়ার পর নিচে দেওয়া স্ক্রিন এর মত দেখাবে।
- এখন পর্যায়ক্রমে একটি করে নিচের লিখা কমান্ড গুলো Copy করে Paste করুন।
sc config LicenseManager start= auto & net start LicenseManager
sc config wuauserv start= auto & net start wuauserv
changepk.exe /productkey VK7JG-NPHTM-C97JM-9MPGT-3V66T
বি.দ্র. এই কমান্ড গুলো দেওয়ার সময় যে Popup Message আসবে সেগুলোকে শুধু Ok করে দিতে হবে।
- এভাবে Copy করে Paste ৪র্থ বার exit লিখে Enter press করুন।
আরও পড়ুনঃ NFC কি? NFC কিভাবে কাজ করে?
দ্বিতীয় ধাপ:
প্রথম ধাপের কাজ সঠিক ভাবে সম্পূর্ণ করার পর দ্বিতীয় ধাপের কাজ সঠিক ভাবে করতে হবে।
- এরপর আবার পুণরায় কিবোর্ড থেকে Windows বান্টনে বা কম্পিউটারের Start Button এ ক্লিক করতে হবে।
- তারপর টাইপ করতে হবে CMD এবং Enter press করতে হবে। তারপর উপর থেকে Run as administrator এ গিয়ে Click করুন।
- তারপর CMD ওপেন হওয়ার পর নিচে দেওয়া স্ক্রিন এর মত দেখাবে।
- এরপর নিচের কমান্ড গুলো পর্যায়ক্রমে দিয়ে দিন।
slmgr /ipk W269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX
slmgr /skms kms8.msguides.com
slmgr /ato
আরও পড়ুনঃ বিটকয়েন (Bitcoin) কি ও কিভাবে কাজ করে?
বি.দ্র. এই কমান্ড গুলো দেওয়ার সময় যে Popup Message আসবে সেগুলোকে শুধু Ok করে দিতে হবে ঠিক প্রথম ধাপের মত।
আশাকরি প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ সঠিক ভাবে কাজ করতে পারেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বলে রাখা ভাল এই কাজটুকু করার জন্য কোন এক্সপার্ট লোকের দরকার নেই। আপনার যদি কম্পিউটার বিষয়ে সাধারণ ধারনা থাকে তাহলে আপনি নিজেই এই কাজ করতে পারবেন।