আমরা বেশির ভাগ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে WordPress ব্যবহার করে থাকি কিন্তু WordPress Website Backup রাখার জন্য যে সকল বিষয় মেনে চলা উচিত তা অনেকেই জানি না।
কিন্তু একটি WordPress Website এর জন্য Backup তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি আপনার ওয়েবসাইটের ডেটা গুলোকে অপ্রত্যাশিত ঘটনাগুলি থেকে রক্ষা করার একটি সর্বউত্তম উপায়।
WordPress ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যতটা সহজ তার থেকে বেশি সহজ আপনার সাইটটি হ্যাক করা। তাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিরাপত্তা বিষয় নিয়ে জানা থাকা আমাদের অনেক জরুরি।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিরাপত্তা বিষয় নিয়ে যখন কথা আসে তখন WordPress Website Backup এর বিষয় নিয়ে কথা আমাদের সামনে চলে আসে। সত্য কথা বলতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে আমরা তেমন ভাবি না। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি না থাকার কারণে আপনার ওয়েবসাইটটি সম্পূর্ন ভাবে নষ্ট হয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ টেকনিক্যাল এসইও গুরুত্ব
ওয়ার্ডপ্রেস মূলত CMS Software দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাই CMS Software ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় Web Hosting Server এর। আর ব্যবহার করা Web Hosting Server এ আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটা গুলো রয়েছে।
যার ফলে আপনার ওয়েবসাইটটি যেকোনো সময় মারাত্বক সমস্যার সম্মুখীন হতে পারে কারণ ওয়েব হোস্টিং এর নিয়ন্ত্রন আমাদের নেই। তাই ওয়েব ওয়েব হোস্টিং এর সাথে জরিত এবং অন্যান্য সমস্যার সম্মূখীন হতে পারে। যেমন-
- আপনার ব্যবহার করা হোস্টিং কোম্পানি যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
- কোনো কারণে হোস্টিং কোম্পানি আপনার ওয়েবসাইট Suspend করে দিতে পারে।
- হোস্টিং সার্ভার হ্যাক হয়ে যেতে পারে।
- ওয়েবসাইটে ফাইল বা ডেটা মুছে বা নষ্ট হয়ে যেতে পারে।
সুতরাং বুঝতেই পারছেন যদি উপরের সমস্যা গুলো আপনার ওয়েবসাইটে হয়ে যায় তাহলে আপনার ওয়েবসাইট সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্থ হওয়াটা স্বাভাবিক। আর যদি একবার কোন ওয়েবসাইট সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্থ হলে তা আগের অবস্থানে নিয়ে আসা অসম্ভব। তাই এ ধরণের সমস্যা থেকে পরিত্রান পাওয়ার একটাই উপায় রয়েছে আর সেটি হলো WordPress Website Backup যথাযথ ভাবে করা।
তাহলে জানা যাক একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় বিষয় গুলো রয়েছে সে সম্পর্কে।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া কারণ:
শুরুতেই আমি বলেছি, যদি আমাদের ওয়েবসাইটে কোনো ধরণের সমস্যা হয় তাহলে ওয়েবসাইটের একটি মাত্র ব্যাকআপ ফাইল দিয়ে ওয়েবসাইটটিকে আমরা আগের অবস্থানে নিয়ে আসতে পারবো।
যদি আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ করি তাহলে ওয়েবসাইটের সাথে জরিত প্রত্যেকটি ফাইল, ডাটাবেজ, প্লাগিং, থীম ইত্যাদি আমাদের Cloud Storage বা Computer এ একটি Zip File হিসেবে সেভ হয়ে থাকে।
আরও পড়ুনঃ ক্যারিয়ার হিসেবে WordPress শেখার ভূমিকা
ফলে আমাদের ওয়েবসাইট যখন কোনো কারণে হ্যাক হয় বা কোনো বড় ধরণের সমস্যা দেখা দেয় তখন এই ব্যাকআপ ফাইলটি Restore করে ওয়েবসাইটটি আগের অবস্থানে নিয়ে আসা সম্ভব হয়।
আবার যদি কোনো কারণে আপনার ওয়েবসাইটের হোস্টিং সার্ভার বন্ধ হয়ে যায় তাহলেও কোনো ধরণের সমস্যা ছাড়াই ব্যাকআপ ফাইলটি Restore করে ওয়েবসাইটটি আগের অবস্থানে নিয়ে আসতে পারবেন।
আবার যদি আপনার কাছে কোনো ব্যাকআপ ফাইল না থাকে সে ক্ষেত্রে আপনার যদি ওয়েব হোস্টিং কোম্পানি বন্ধ হয়ে যায় বা আপনার একাউন্ট যদি সাসপেন্ড করে দেয় তাহলে আপনি কোনো ভাবেই আপনার ওয়েবসাইটটি আগের অবস্থানে নিয়ে নআসতে পারবেন না। সুতরাং বুঝতেই পারছেন যে একটি WordPress Website Backup কতটা গুরুত্বপূর্ণ।
WordPress Website Backup নেওয়ার উপায়:
মূলত একটি WordPress Website Backup নেওয়ার ক্ষেত্রে আমরা ৩ টি মাধ্যম ব্যবহার করে থাকি।
- ম্যানুয়ালি FTP ফাইল ডাউনলোড করার মাধ্যমে।
- ওয়ার্ডপ্রেস ব্যাকআপ Plugin ব্যবহারের মাধ্যমে।
- ওয়েব হোস্টিং কোম্পানি গুলোর মাধ্যমে ।
আর এই ৩ টি মাধ্যমের মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়ার্ডপ্রেস ব্যাকআপ Plugin ব্যবহার করে ব্যাকআপ নেওয়া।
১. ম্যানুয়ালি FTP ফাইল ডাউনলোড:
মূলত এই মাধ্যম ব্যবহার করে ব্যাকআপ তৈরি করে ফাইল ডাউনলোড করে WordPress Website Backup নেওয়া সব চাইতে নিরাপদ। তবে FTP ফাইল ডাউনলোড করার মাধ্যমে ব্যাকআপ নেওয়া জন্য কিছু টেকনিক্যাল জ্ঞান থাকা আবশ্যক।
আপনার Web Hosting Server এর সাথে যুক্ত FTP এক্যাউন্ট এর সকল তথ্য আপনার কাছে থাকতে হবে। তারপর নিজের FTP এক্যাউন্ট এর মাধ্যমে নিজের ওয়েবসাইটের ফাইল গুলো Zip File করে নিজের কোম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারবেন। এইভাবে WordPress Website Backup নেওয়াটা অনেক সময় সাপেক্ষ্য বা কষ্টের।
আরও পড়ুনঃ ওয়েবসাইট (Website) কি? ওয়েবসাইট কত প্রকার ও কি কি?
২. WordPress Website Backup এর জন্য Plugin ব্যবহারের মাধ্যমে ব্যাকআপ:
WordPress এই Backup Plugin টির জন্য সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। WordPress এ এমন কিছু Backup Plugin রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
WordPress Website Backup নেওয়ার জন্য প্রথমে আপনার WordPress Dashboard এ Login করে Add New Plugin এ ক্লিক করতে হবে। তারপর নিচে সার্চ অপশনে সার্চ করে Install এবং Active করতে হবে। এরপর Plugin এর মধ্যে থাকা Backup অপশনে ক্লিক করে সম্পূর্ণ ওয়েবসাইটের ফাইল গুলো ব্যাকআপ করে নিতে পারবেন।
আবার প্রয়োজন অনুসারে Plugin এর মধ্যে থাকা Restore অপশনে ক্লিক করে সম্পূর্ণ ওয়েবসাইটটি Restore করতে পারবেন। আর এই ব্যাকআপ ফাইল গুলো আপনার নিজের কোম্পিউটার বা Google Drive এ সংরক্ষণ করতে পারেন।
ওয়ার্ডপ্রেস ব্যাকআপ Plugin গুলোর মধ্যে জনপ্রিয় Plugin গুলো হলো-
- UpdraftPlus
- Duplicator
- All-in-one WP Migration
- BackWPup
৩. ওয়েব হোস্টিং কোম্পানি গুলোর মাধ্যমে ব্যাকআপ:
যদি একটি ভালো ওয়েব হোস্টিং কোম্পানি থেকে ওয়েবসাইটের জন্য হোস্টিং ক্রয় করা হয় তাহলে সেখানে আপনি কোন চিন্তা ছাড়াই ওয়েবসাইটের জন্য ব্যাকআপ নিতে পারবেন। এর জন্য আপনাকে নিজের ওয়েব হোস্টিং কোম্পানির Dashboard এ Login করে কোন প্রকার কষ্ট ছাড়াই ওয়েবসাইটের জন্য ব্যাকআপ নিতে পারবেন। আর যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে য়েব হোস্টিং কোম্পানির হেল্প লাইনের পরিশেবার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন।
আবার যদি Share Hosting ব্যবহার করে থাকেন তাহলে cPanel অপশন পেয়ে যাবেন। আর cPanel অপশন থেকে খুব সহজেই ব্যাকআপ নিতে পারবেন।
cPanel অপশন থেকে ব্যাকআপ নেওয়ার জন্য প্রথমে হোস্টিং কোম্পানির cPanel অপশনে Login করতে হবে। তারপর cPanel অপশনের মধ্যে থাকা File Tab এর নিচের দিকে Backup Wizard নামে যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের File Download করার জন্য Backup অপশন পেয়ে যাবেন। আবার নিজের সুবিধা অুনযায়ী Backup File গুলো Restore করতে পারবেন।
আশা করি আপনারা বিষয়টি ভালো ভাবে বুঝতে পেরেছেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ব্যাকআপ কতটা জরুরি এবং সেই সাথে কি উপায়ে WordPress Website Backup করা সহজ সে সম্পর্কেও। আশাকরি আজকের আর্টিকেলটি আপনাদের ওয়েবসাইট ব্যাকআপ করার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করবে।