Approval.png
Google News Approval পাওয়ার সঠিক নিয়ম
 Google News Approval পাওয়ার সঠিক নিয়ম

একটি ওয়েবসাইটকে র‌্যাংক করানোর জন্য গুগল নিউজ (Google News) যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। প্রথম অবস্থায় একটি নতুন ওয়েবসাইট সবার কাছে পরিচিতি না হওয়াটাই স্বাভাবিক। একটি নতুন ওয়েবসাইট সফলতা অর্জন করে তার পরিচিতি বা পাবলিসিটির মাধ্যমে। আর এই পরিচিতি বা পাবলিসিটির জন্য আমরা নানা প্রকার কৌশল অমলম্বন করে থাকি। বর্তমানে আমরা মূলত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো ব্যবহার করে থাকি যেকোন জিনিস বা বিষয় মানুষের কাছে পৌছানোর জন্য। আর এই রকম একটি প্লাটফর্ম হলো গুগল নিউজ (Google News)।

মূলত গুগল নিউজ (Google News) গুগল ইনকর্পোরেটেড দ্বারা উপলব্ধ এবং একটি নিউজ অ্যাগ্রিগেটর যা হাজার হাজার খবর অথবা নিউজ বিভিন্ন পাবলিকেশনের থেকে নিয়ে প্রতি মুহূর্তে হালনাগাদ করে একটি নির্দিষ্ট অ্যালগরিদম অনুসারে। ২০০২ সালের সেপ্টেম্বর থেকে এটি চালু হয় এবং এটি বিটা টেস্ট এর জন্য জানুয়ারি ২০০৬ সাল অবধি ফেলে রাখা হয়। এটির প্রথম ধারনা দিয়েছিলেন কৃষ্ণ ভরত। সুতরাং আপনার ওয়েবসাইটি  SEO Rank বৃদ্ধির জন্য গুগল নিউজ (Google News) অবশ্যই যুক্ত করতে হবে।

প্রথমে আপনার কম্পিউটারের ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে গুগল সার্চ অপশনে গিয়ে লিখতে হবে “Google Publisher Center”। তারপর আপনার জি-মেইল দিয়ে “Google Publisher Center” সাইট টি সাইন আপ (Sign up) করে নিতে হবে। তারপর যে ইন্টার ফেসটি আসবে সেখানে  Manage Organization অপশনটি ক্লিক করতে হবে। এরপর Add New Organization অপশনটি ক্লিক করে আপনার Domain website টি Add বা যোগ করতে হবে। তারপর ওয়েবসাইটটি Add বা যোগ করা হয়ে গেলে ‘Get Start with Publisher Center’ নামে একটি ইন্টারফেস আসবে এখানে আমাদের ওয়েবসাইটি URL যুক্ত করতে হবে। যেমন https://www.infoitbd.com/

URL যক্ত করার পর Add Publication নামে একটি ইন্টারফেস আসবে এখানে ওয়েবসাইটটি URL এবং website Name and location যুক্ত করতে হবে। এ সকল বিষয় যুক্ত করা হয়ে গেলে টিক যুক্ত বটন এ ক্লিক করে Publish Button এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তী ধাপে To finish adding, verify that you own https://www.example.com/ এই নামে একটি ইন্টারফেইস আসবে। আর এখানে Do This letter এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর Publisher Center ইন্টারফেইস চলে আসবে। এখানে যেমনটি থাকবে তা চিত্রে দেখানো হলো:

Google News Approval

এখানে Open বটনে ক্লিক করতে হবে। তারপর  Edit Section আসতে হবে। Edit Section এ আসার পর General—Publication Category আসবে।

এখানে ওয়েবসাইটের বিষয়বস্তু অনুযায়ী  Category Select করতে হবে। তারপর Next বটন ক্লিক করতে হবে। Next বটন ক্লিক করার পর Content Setting নামে একটি অপশন আসবে। Content Setting অপশরন ক্লিক করার পর +New Section নামে যে অপশনটি থাকবে, এখানে ক্লিক করা মাত্র বেশ কয়েকটি অপশন চলে আসবে।

Google News Approval

এই অপশন গুলোর মধ্যে থেকে Feed অপশনটিতে প্রবেশ করতে হবে। Feed Section টি সিলেক্ট করার পর Feed টাকে যথাযথ ভাবে যুক্ত করতে হবে। Feed টাকে যুক্ত করার জন্য Section Title: *RSS or Atom feed URL (required) অপশনটিতে আমাদের ব্লগার ডোমেন প্যানেলের RSS or Atom feed URL যুক্ত করতে হবে। এখন আসল বিষয় হলো RSS or Atom feed URL আমরা কোথা থেকে পাবো। এই RSS or Atom feed URL অপশনটি কমপ্লিট করার জন্য আমাদের গুগল সার্চে গিয়ে google Feed Burner লিখে সার্চ করতে হবে। তারপর google Feed Burner সাইটটিতে প্রবেশ করে সাইন আপ করতে হবে। সাইন আপ করা হয়ে গেলে লগইন এর মাধ্যমে সাইটটিতে প্রবেশ করতে হবে। তারপর আমরা দেখতে পাব Create Proxy Open নামে একটি অপশন । এই অপশনটিতে প্রবেশ করার পর Feed URL নামে আরও একটি অপশন থাকবে। এখানে Feed URL এর লিংকটি পাওয়ার জন্য আমাদের ব্লগার সাইটের এডমিন প্যানেল হোম এ ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে যে অপশন গুলো আসবে তার মধ্যে থেকে View page source অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর কম্পিউটারের কীবোর্ডের Ctrl+F চাপ দিতে হবে । চাপ দেওয়ার পর যে সার্চ বক্স আসবে এখানে rss লিখে কীবোর্ডের Enter প্রেস করতে হবে। তারপর আমাদের URL লিংকটি পাওয়া যাবে। তারপর সেই URL লিংকটি সাবধানতার সাথে ‘http://……..থেকে rss’পর্যন্ত কপি করে নিতে হবে। তারপর কপি করা লিংকটি *সম্বলিত জায়গায় পেস্ট করে বসাতে হবে। লিংকটি পেস্ট করার পর আমাদের ওয়েবসাইট টির নাম সহ অপশন চলে আসবে। তারপর Create অপশনটি ক্লিক করা মাত্র আমাদের ওয়েবসাইট টি Feed Burner এর সাইটটির সাথে যুক্ত হয়ে যাবে। এরপর Configure proxy তে ক্লিক করতে হবে। তারপর Custom Feed URL লিংকটি কপি করে google News এর RSS or Atom feed URL অপশনটিতে পেস্ট করতে হবে। তারপর আমাদের Submitted অপশনে ক্লিক করে দিতে হবে।

Google News Approval

অতপর Google News Approval পাওয়ার জন্য দেওয়ার জন্য interviews mode এ চলে যাবে। তারপর আমাদের Google News Approval পাওয়ার জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। 

আশাকরি Interview করা হয়ে গেলে আপনারা Google News Approval খুব সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ্ ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *